পদত্যাগ করলেন বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক

0
1

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুর রকিব পদত্যাগ করলেন। পদত্যাগপত্রে তিনি ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন। যদিও ওয়াকিবহালমহলের ধারণা, ৫ অগাস্ট দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর ক্রীড়াঙ্গনে সংস্কারের যে দাবি উঠেছে, সেই পরিপ্রেক্ষিতেই পদত্যাগে বাধ্য হয়েছেন তিনি। পদত্যাগ করেছেন অ্যাথলেটিক্স ফেডারেশনের যুগ্ম সম্পাদক প্রাক্তন অ্যাথলিট এস এম সরাফতও।

আমেরিকা থেকে আজ ই–মেলে আবদুর রকিব তার পদত্যাগপত্র পাঠান জাতীয় ক্রীড়া পরিষদের সচিব ও বাংলাদেশ অ্যালেলেটিক্স ফেডারেশনের সভাপতি তোফাজ্জল হোসেন মিয়া বরাবরের কাছে। ২০১৭ সালে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনে সরকার মনোনীত অ্যাডহক কমিটি করা হলে আবদুর রকিব সেটির সাধারণ সম্পাদক হন। এরপর ২০১৯ ও ২০২৩ সালে একতরফা নির্বাচনে তিনি সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হয়েছিলেন।

আবদুর রকিব বাংলাদেশ আওয়ামি লিগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। ছিলেন আওয়ামি লিগ সরকারের সহকারী অ্যাটর্নি জেনারেলেও। গত জাতীয় নির্বাচনে সিলেট-৩ ফ্রেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও দক্ষিণ সুরমা আসন থেকে আওয়ামি লিগের মনোনয়ন চেয়েও পাননি।