ফের গণধর্ষণ। খবরের শিরোনামে সেই বিজেপি শাসিত ছত্তিশগড়। গণধর্ষিতা বছর সাতাশের এক আদিবাসী মহিলা। রাখিবন্ধন উৎসবের দিনই ছত্তিশগড়ে রাইগড়ে ওই আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগ।গত সোমবার বিকেলে একটি মেলায় মহিলা যাচ্ছিলেন সেই সময় ঘটে এই ঘটনা। তরুণী সোমবার রাখিবন্ধনের দিন রায়গড়ের স্থানীয় মেলায় বেড়াতে গিয়েছিলেন সেখান থেকে ফেরার পথেই এই মর্মান্তিক কাণ্ডের শিকার হন।গ্রামবাসীরা জানান, এই ঘটনায় প্রায় ১৭ জন যুবক জড়িত এবং তারা মদ্যপ অবস্থায় ছিল।
মঙ্গলবার নির্যাতিতা থানায় অভিযোগ দায়ের করেন। নিগৃহীতার অভিযোগ, মেলায় যাওয়ার পথে তাঁকে একটি পুকুরপাড়ে তুলে নিয়ে যান কিছু যুবক। সেখানেই তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মোট ৮ জনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তদন্ত চালাচ্ছে পুলিশ। এরই মধ্যে ছত্তিশগড় পুলিশ এই ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে।
 
 
 



 
 
 
 





 


























































































































