আশঙ্কাই সত্যি, বাংলাদেশ থেকে সরল মহিলাদের টি-২০ বিশ্বকাপ

0
3

অবশষে আশঙ্কাই সত্যি হল। বাংলাদেশ থেকে সরল মহিলা টি-২০ বিশ্বকাপ। মহিলাদের টি-২০ বিশ্বকাপ হবে সংযুক্ত আরব আমিরশাহীতে। এদিন এমনটাই জানিয়ে দেওয়া হল আইসিসির পক্ষ থেকে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই বিশ্বকাপের ম্যাচ হবে জানান হয়েছে।

৩ অক্টোবর থেকে শুরু হতে চলেছে মহিলাদের টি-২০ বিশ্বকাপ। চলবে ২০ অক্টোবর পর্যন্ত। তবে আইসিসির তরফে জানিয়ে দেওয়া হয়েছে, সংযুক্ত আরব আমিরশাহীতে খেলা হলেও আয়োজক হিসাবে থাকবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডই। এই নিয়ে এদিন আইসিসির তরফে জানান হয়, “ বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল। কিন্তু তা হচ্ছে না। এটা লজ্জার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে। কোনও আপত্তি জানায়নি। ওদের ধন্যবাদ। আশা করছি খুব তাড়াতাড়ি বাংলাদেশে কোনও আইসিসি প্রতিযোগিতা আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে এগিয়ে এসেছে সংযুক্ত আরব আমিরশাহি। ওদের ধন্যবাদ। বিশ্বকাপ আয়োজন করতে চেয়ে শ্রীলঙ্কা ও জিম্বাবোয়ে আগ্রহ দেখিয়েছিল। ওদেরও ধন্যবাদ।”

বেশ কয়েকদিন ধরেই অশান্ত বাংলাদেশ। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলেও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হয়নি। যদিও নিজেদের দেশেই মহিলাদের টি-২০ বিশ্বকাপ আয়োজন কর‍তে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন- ডুরান্ডের সেমিফাইনাল-ফাইনাল হোক কলকাতায় , আর্জি তিন প্রধানের