যোগীরাজ্যে ধর্ষিতা নার্স! অভিযুক্ত চিকিৎসক, মুখে কুলুপ বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর

0
1

যোগীরাজ্যে ফের ধর্ষণ। মোরাদাবাদের এক বেসরকারি হাসপাতালে রাতের ডিউটিতে থাকা দলিত নার্সকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ। অভিযুক্ত খোদ চিকিৎসক। অভিযুক্তকে সাহায্য করার অভিযোগ উঠেছে এক ওয়ার্ড বয় এবং আরও এক নার্সের বিরুদ্ধে।

অভিযোগ, ১৭ অগাস্ট সন্ধে ৭টা নাগাদ নাইট ডিউটিতে গিয়েছিলেন ওই নার্স। তাঁর অভিযোগ, তাঁকে প্রথমে ঘরে ডেকে পাঠান ওই চিকিৎসক। কিন্তু ওই তরুণী যেতে চাননি। তখন এক ওয়ার্ড বয় জোর করে নার্সকে হাসপাতালের উপরতলার একটি ঘরে নিয়ে যান বলে অভিযোগ। সেখানে তাঁকে আটকে রাখেন।

নির্যাতিতার অভিযোগ, কিছু ক্ষণ পর ওই ঘরে আসেন চিকিৎসক। ভিতর থেকে দরজা বন্ধ ধর্ষণ করেন। বাইরে তখন পাহারায় ছিলেন সহকারী নার্স ও ওয়ার্ড বয়। মোরাদাবাদ থানায় একটি এফআইআর দায়ের করেন নির্যাতিতার বাবা। মোরাদাবাদের পুলিশ সুপার (গ্রামীণ) সন্দীপকুমার মিনা জানান, ঠাকুরদ্বারা থানায় ধর্ষণের একটি অভিযোগ দায়ের হয়েছে। তিন জনের বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে। একটি দল গঠন করে চিকিৎসক এবং তাঁর দুই সহযোগীকে গ্রেফতার করা হয়েছে। মহিলার মেডিক্যাল পরীক্ষা করানো হয়েছে। বেসরকারি হাসপাতালটিকে সিল করে দেওয়া হয়েছে।

এই ঘটনায় নির্যাতিতার বাবার অভিযোগ, এই কথা জানাজানি হলে মেয়েকে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে অভিযুক্তদের মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছেন নির্যাতিতার বাবা।

যেখানে আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। সঙ্গে সঙ্গে কঠোর পদক্ষেপ নিয়েছেন। নিজে দোষীর ফাঁসির দাবি জানিয়েছেনস সেখানে বিষয়টি নিয়ে মুখে কুলুপ আদিত্যনাথের। রাজনৈতিক মহলের মতে, এটাই বিজেপির ডবল ইঞ্জিনের সরকারের পরিস্থিতি।

আরও পড়ুন- এবার লালবাজারে ত.লব আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে