ভূস্বর্গে জোড়া ভূমিকম্প! সাত মিনিটে দুবার কাঁপলো কাশ্মীর 

0
1

মঙ্গলের সকালে ঘুম ভাঙার আগেই কেঁপে উঠলো কাশ্মীর (Earthquake in Kashmir)। মাত্র ৭ মিনিটের ব্যবধানে দুবার কম্পন অনুভূত হলো ভূস্বর্গে। সকাল ৬টা ৪৫মিনিটে প্রথম কম্পন। দ্বিতীয়টি অনুভূত হয় ৬টা ৫২মিনিটে। কাশ্মীরের বারামুলা-সহ (Baramula) আশপাশের জেলাগুলিতে ভূমিকম্প হয়েছে। প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তানেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Center for Seismology) থেকে জানানো হয়েছে রিখটার স্কেলে প্রথম কম্পনের তীব্রতা ছিল ৪.৯, দ্বিতীয় কম্পনের তীব্রতা ৪.৮।সকাল সকাল জোড়া ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন উপত্যকার বাসিন্দারা।বারামুলা, পুঞ্চ ও শ্রীনগরের কিছু কিছু জায়গায় বাড়ির কাচ ভেঙে গিয়েছে। যদিও হতাহতের খবর নেই। প্রথম কম্পনের উৎস ছিল ভূপৃষ্ঠ থেকে পাঁচ কিলোমিটার এবং দ্বিতীয়টির দশ কিলোমিটার গভীরে।