ডবল ইঞ্জিন বিজেপি শাসিত রাজ্যে ডাক্তারি পড়ুয়াকে অপহরণ এবং নির্যাতনের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে হরিয়ানার (Hariyana) রোহতকে। অভিযোগের তীর আবাসিক চিকিৎসকের বিরুদ্ধে। ইতিমধ্যে নিগৃহীতার অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে বলে খবর। বিষয়টি সামনে আসতেই মুখ পুড়েছে হরিয়ানার বিজেপি সরকারের (BJP Government)। পড়ুয়াদের সুরক্ষার কথা না ভেবে নিজেদের পিঠ বাঁচাতে তড়িঘড়ি মুখরক্ষার চেষ্টা মুখ্যমন্ত্রী নায়েব সিংয়ের। তবে বিজেপি শাসিত রাজ্যে ডাক্তার পড়ুয়ার নির্যাতনের বিষয় সামনে আসতেই সমালোচনায় সরব বিরোধীরা। বিরোধীদের মতে, বিজেপি শাসিত রাজ্যে এমন ঘটনা নতুন কিছু নয়। নারী সুরক্ষা নিয়ে মোদি সরকারের কোনও ‘গ্যারান্টি’ নেই।

সূত্রের খবর, পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস কলেজের ডেন্টাল বিভাগের এক ছাত্রীকে অপহরণ করে হেনস্থার অভিযোগ সামনে এসেছে। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, গত কয়েক মাস ধরে তিনি নির্যাতিতা তরুণীকে চিনতেন অভিযুক্ত। ছাত্রীর বয়ান অনুযায়ী, ১৬ অগাস্ট ওই আবাসিক চিকিৎসক তাঁকে পিজিআইএমএস থেকেই অপহরণ করেন। তারপর তাঁকে প্রথমে অম্বালা এবং পরে চণ্ডীগড়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে নানাভাবে নির্যাতন করা হয়। তবে ধর্ষণের কোনও অভিযোগ করেননি নির্যাতিতা। পড়ুয়া ডাক্তার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেন, দেখা যাচ্ছে কাঁদতে কাঁদতে তিনি বলছেন তাঁকে মারধর করা হচ্ছে। দেখান আঘাতের চিহ্ন।


নির্যাতিতার দাবি, গত সাত মাস ধরে অভিযুক্ত চিকিৎসক তাঁকে নানা ভাবে হয়রানি করছেন। এমনকি মুখ খুললে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি বিশ্ব বাংলা সংবাদ। রোহতক পুলিশের পক্ষ থেকে এক্স হ্যান্ডলে একটি পোস্ট করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে, নির্যাতিতার বয়ান রেকর্ড করে এফআইআর দায়ের করা হয়েছে। পাশাপাশি তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।











































































































































