স্কুলে ভুয়ো NCC ক্যাম্পের নামে ছাত্রীদের যৌন নির্যাতনের অভিযোগ! গ্রেফতার অধ্যক্ষ-সহ ১১

0
3

ভুয়ো এনসিসি ক্যাম্পের (NCC) নামে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগে উত্তাল তামিলনাড়ু (Tamilnadu)! তামিলনাড়ুর কৃষ্ণগিরির ওই ক্যাম্পে গিয়ে যৌন হেনস্থার শিকার কমপক্ষে ১৩ ছাত্রী। প্রাথমিকভাবে নির্যাতিতা ছাত্রীদের ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে দায়ের হয়েছে মামলা। গ্রেফতার করা হয়েছে প্রশিক্ষণ শিবিরের অধ্যক্ষ, স্কুলের প্রধান শিক্ষক, একই স্কুলের আরও দুই শিক্ষক এবং এক সাংবাদিক-সহ মোট ১১ জনকে।


পুলিশ সূত্রে খবর, তামিলনাড়ুর একটি বেসরকারি স্কুলে ওই এনসিসি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছিল। আয়োজকেরা স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, এই জাতীয় শিবিরের আয়োজন করলে স্কুল একটি এনসিসি ইউনিটের মর্যাদা অর্জন করবে। অভিযোগ, কিছু খতিয়ে না দেখেই ওই ক্যাম্পের অনুমোদন দিয়ে দেন স্কুল কর্তৃপক্ষ। চলতি মাসের প্রথম দিকে তিন দিনের ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। তাতে ১৭ জন ছাত্রী-সহ মোট ৪১ জন পড়ুয়া অংশ নিয়েছিল। ছাত্রীদের রাতে থাকার জন্য তিন দিন স্কুলের দোতলায় ব্যবস্থা করা হয়। ছাত্রদের জন্য আলাদা ব্যবস্থা হয়। তবে ক্যাম্পের তদারকির জন্য স্কুলের কোনও শিক্ষককেই নিয়োগ করা হয়নি বলে অভিযোগ।

আর সেই সুযোগে বাইরে লোক ডেকে ছাত্রীদের যৌন হেনস্থার অভিযোগ ওঠে। যদিও ঘটনাটি প্রকাশ্যে আসার পর তা পুলিশকে জানানোর পরিবর্তে বিষয়টি ধামাচাপা দিতেই উঠেপড়ে লাগে স্কুল কর্তৃপক্ষ। এরপরেই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতাদের পরিবার। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আয়োজকরা অন্যান্য স্কুলগুলিতেও একই রকম ক্যাম্পের আয়োজন করেছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।