আর জি কর কাণ্ডে যখন তরুণী চিকিত্সক-পড়ুয়ার ধর্ষণ ও খুনে নিয়ে উত্তাল গোটা দেশ, ঠিক তখনই বাসে গণধর্ষণের শিকার এক নাবালিকা! এই ঘটনায় ড্রাইভার, কনডাক্টর-সহ এখনও পর্যন্ত চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা বিজেপি শাসিত ডবল ইঞ্জিন উত্তরাখণ্ডের (Uttarakhand) দেরাদুনে।


পুলিশ সূত্রে খবর, গত ১৩ অগাস্ট দেরাদুনের বাস টার্মিনালের কাছে একটি দোকানে বসেছিল ওই নাবালিকা। চোখে-মুখে আশঙ্কা, বিধ্বস্ত চেহারা। সঙ্গে ছিল এক ব্যক্তি। তাঁর চালচলনও ছিল যথেষ্ট সন্দেহজনক। চাইল্ড হেল্ফ লাইনে নম্বর ফোন আসে। সেই ফোনেই বিষয়টি জানতে পারে পুলিশ। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে পুলিশ। সঙ্গে যে ছিল, তাকেও হেফাজতে নেওয়া হয়।

উদ্ধারের পর ওই নাবালিকা পাঠিয়ে দেওয়া হয় স্থানীয় একটি হোমে। পুলিশকে সে জানায়, ৫ জন মিলে তাকে ধর্ষণ করেছে! এরপর অভিযুক্তদের বিরুদ্ধে পসকো আইনে মামলা রুজু করে শুরু হয় তদন্ত। তদন্তেও গণধর্ষণের প্রমাণ মেলে।

আরও পড়ুন: সিবিআইকে আর জি করের গুরুত্বপূর্ণ নথি দিতে সোম সকালেই সিজিওতে কুণাল



 
 
 
 



































































































































