সরাসরি মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি! ছাত্রীকে গ্রেফতার লালবাজারের

0
1

আর জি করের ঘটনায় প্রতিবাদ করতে গিয়ে বহু সোশ্যাল মিডিয়া পোস্টে নির্যাতিতার পরিচয় প্রকাশ থেকে ভুল তথ্য পরিবেশন অব্যাহত। গত কয়েকদিন ধরে সেই সব পোস্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া শুরু করেছে কলকাতা পুলিশ। এবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি দেওয়া কলেজ ছাত্রীকে গ্রেফতার করল লালবাজার।

সোশ্যাল মিডিয়া পোস্টে কীর্তি শর্মা নামে স্নাতক স্তরের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী অন্যদের প্ররোচনা দেওয়ার মতো পোস্ট করেন। সেখানে তিনি লেখেন, ইন্দিরা গান্ধীর মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়া হয়। সেই পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টে ওই ছাত্রী দাবি করেন যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ হত্যা করলে তিনি তাঁকে সমর্থন করবেন। যদি কেউ এই কাজ না করেন তাহলে তিনি নিজেই এই কাজে এগিয়ে আসবেন। এবং সেক্ষেত্রে তিনি কাউকে নিরাশ করবেন না।

এরপরই এই পোস্ট ঘিরে দুই ধরনের মতামত সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকে। প্রথমে কলকাতা পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয় কীর্তি শর্মা নামে ওই দ্বিতীয় বর্ষের ছাত্রীকে। পরে লালবাজার গ্রেফতার করে কীর্তিকে।