সামনেই আইপিএল বড় নিলাম। ২০২৫ আইপিএল-এ দেখা যাবে একাধিক চমক। যেমন সামনের মরশুমে কলকাতা নাইট রাইডার্স দলে রিঙ্কু সিং থাকবেন কিনা তা নিশ্চিত নয়। এমন সময় রিঙ্কুকে প্রশ্ন করা হল নাইট রাইডার্স তাকে ছেড়ে দিলে কোন দলে যেতে কেকেআরের তারকা তরুণ ক্রিকেটার ? তা জানিয়ে দিলেন রিঙ্কু।
এক সাক্ষাৎকারে রিঙ্কুকে প্রশ্ন করা হয় যে কলকাতা তাঁকে ছাড়লে কোন দলে যেতে চান তিনি? জবাবে রিঙ্কু বলেন, “ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ, ওখানে বিরাট কোহলি খেলে।” বিরাট কোহলিকে রিঙ্কু কতটা সম্মান করেন তা আগেও দেখা গিয়েছে। আইপিএল চলাকালীন দু’বার কোহলির কাছে ব্যাটও আবদার করেন রিঙ্কু।
২০১৮ সাল থেকে কেকেআরের হয়ে খেলছেন রিঙ্কু। ২০২২ সালের নিলামে রিঙ্কুকে আবার ৫৫ লক্ষ টাকায় কেনে কেকেআর। ২০২৩ সালের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেন রিঙ্কু। তারপরেই ভারতীয় দলের দরজা খুলে যায় রিঙ্কুর সামনে। সুযোগ পান ভারতের টি-২০ দলে।
আরও পড়ুন- বিনেশের সংবর্ধনায় বিশেষ ভাবনা খাপ পঞ্চায়েতের, দেওয়া হবে সোনার পদক : সূত্র