ফের বিরল দৃশ্যের সাক্ষী হতে চলেছে ভারতবাসী। সোমবার রাতে ভারতের আকাশে দেখা যাবে ‘সুপারমুন’! এটি ব্লু মুনও। আগেই বলা হয়েছিল, সুপারমুন দেখা যাবে চলতি বছরে ৪ বার। বিজ্ঞানীরা জানিয়েছেন, আর কিছুক্ষণ পরে অর্থাৎ আজ মধ্যরাতে আকাশে বছরের প্রথম সুপারমুনের দেখা মিলবে।

সুপারমুন বা ব্লু মুন আসলে কী?
নাসা বলছে, পৃথিবীর সবচেয়ে কাছাকাছি যখন চাঁদ অবস্থান করে, তখনই সুপারমুন দেখা যায়। এই সময় পৃথিবী থেকে চাঁদকে সবচেয়ে বড় এবং উজ্জ্বল দেখায়। এই নামকরণ করেন ১৯৭৯ সালে জ্যোতির্বিজ্ঞানী রিচার্ড নোলে। একইসঙ্গে ব্লু মুনের সঙ্গে কিন্তু নীল রঙের কোনও সম্পর্ক নেই! যে কোনও ঋতুর তৃতীয় পূর্ণিমাকে বলা হয় ব্লু-মুন। ১৯ তারিখেই চলতি ঋতুর তৃতীয় পূর্ণিমা। আজ পূর্ণিমার রাতে আকাশে দেখা যাবে এই বিরল সুপার-ব্লু-মুন।
কোথায় কখন দেখা যাবে
* ভারতে ১৯ অগাস্ট রাত ১১টা ৫৬মিনিট থেকে ২০ অগাস্ট ভোর পর্যন্ত দেখা যাবে সুপারমুন
* নেপালে সুপারমুন দেখা যাবে ২০ অগাস্ট সকালে
* পশ্চিমি দেশগুলিতে ১৯ তারিখ রাতে।
আরও পড়ুন- পুলিশের সৌজন্যে মুছল অভিমান, আর জি করে অভিনব রাখি উৎসব
২০২৪ সালের পরবর্তী সুপারমুনের দেখা মিলবে আগামী ১৭ সেপ্টেম্বর। তারপর ১৭ অক্টোবর। চলতি বছরের চতুর্থ সুপারমুনটি দেখা যাবে ১৫ নভেম্বর।











































































































































