একেই রবিবার ট্রেন কম, তারপর বাতিল শিয়ালদহগামী আপ বারুইপুর লোকাল! সেকারণেই ট্রেন দেরিতে চলার অভিযোগে শিয়ালদহ দক্ষিণ শাখার সুভাষগ্রাম স্টেশনে(Subhasgram) অবরোধ নিত্যযাত্রীদের। রবিবার সকাল থেকে দীর্ঘক্ষণ চলে ট্রেন অবরোধ। সকাল ছ’টা থেকে বেলা প্রায় ১০টা পর্যন্ত রেল লাইনে বসে বিক্ষোভ নিত্যযাত্রীদের।

যাত্রীদের অভিযোগ, রবিবার সকালের দিকে বাতিল করা হয়েছে আপ বারুইপুর লোকাল। তারই প্রতিবাদে সকাল প্রায় ছ’টা থেকে সুভাষগ্রাম স্টেশনে ট্রেন অবরোধ করেন যাত্রীরা। তাঁদের বক্তব্য, নামখানা বা লক্ষ্মীকান্তপুরের দিক থেকে আসা ট্রেনগুলিতে ভিড় হয়। ফলে সুভাষগ্রাম স্টেশন থেকে সেগুলিতে উঠতে সমস্যা হয় যাত্রীদের। এমনকি রবিবার সকালে এক মহিলা যাত্রী এরকমই একটি ভিড় ট্রেনে উঠতে গিয়ে প্লাটফর্মে পড়ে গিয়ে চোট পান বলেও অভিযোগ। এর প্রতিবাদে রবিবার সকাল থেকে রেল অবরোধ শুরু করেন মহিলা যাত্রীরা। পরে আরও অন্যান্য যাত্রীরাও শামিল হন অবরোধ ও বিক্ষোভে।


দীর্ঘক্ষণ ধরে চলতে থাকা এই অবরোধের জেরে সমস্যায় পড়েন ট্রেন যাত্রীরা। এদিকে অবরোধের খবর পেয়ে সুভাষগ্রাম স্টেশনে পৌঁছন সোনারপুর জিআরপি থানার পুলিশকর্মীরা। বারুইপুর থেকে আরপিএফ কর্মীরাও যান সুভাষগ্রামে। তাঁরা দফায় দফায় অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করেন। শেষে রেলের তরফে ইতিবাচক পদক্ষেপের আশ্বাস পেয়ে বেলা ১০টা নাগাদ অবরোধ তুলে নেন বিক্ষুদ্ধ যাত্রীরা।











































































































































