বেপরোয়া গাড়ির চালককে আটকে সেতুর উপর থেকে বাইক ফেলে দিল স্থানীয়রা!

0
1

বাইক চালকদের উৎপাতে অতিষ্ট স্থানীয় মানুষ। একাধিকবার এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েও কোনও কাজ হয়নি। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে বাইকের বেপরোয়া গতির জ্বালায় অতিষ্ট হয়ে রাস্তায় যাতায়াত করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে স্থানীয়দের। দেওয়ালে পিঠ ঠেকে যাওয়ায় এ বার রাস্তায় নেমেছেন নেলামঙ্গলার বাসিন্দারা।

এই ঘটনা রুখতে কর্ণাটকের তুমাকুরু সড়কের উপর যে ঘটনা ঘটলো তা বেনজির। এমনই এক বেপরোয়া গাড়ির চালককে আটকে সেতুর উপর দিয়ে বাইক নীচে ফেলে দিল স্থানীয়রা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিয়ো। প্রতিবাদের সরব সাধারণ মানুষ।