প্রায় সাড়ে ১৩ ঘণ্টা জেরার পর শনিবার গভীর রাতে সিজিও কমপ্লেক্স (CGO Complex) থেকে বেরিয়েছিলেন। তাতেও নিস্তার নেই। সিবিআই (CBI) সূত্রের খবর, রবিবার ফের তাঁকে তলব করা হয়েছে। তবে শনিবার সকালে সিজিও কমপ্লেক্সে প্রবেশের সময় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) জোর গলায় বলেছিলেন, “কারা রটিয়ে দিয়েছে, আমাকে নাকি গ্রেফতার করা হয়েছে, এটা ঠিক নয়! আমাকে গ্রেফতার করা হয়নি।” তিনি এও জানান, তিনি সিবিআইকে তদন্তে সবদিক থেকে সহযোগিতা করছেন।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এক আধিকারিকের কথায়, অধ্যক্ষর বিরুদ্ধে ঘটনাকে আড়াল করার একাধিক অভিযোগ সামনে আসছে। তদন্তে সবদিকই খতিয়ে দেখা হচ্ছে। আরজি করে ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনায় অধ্যক্ষের বিরুদ্ধে প্রকৃত ঘটনা আড়ালের অভিযোগ আগেই এনেছিলেন ডাক্তারি পড়ুয়ারা এবং নির্যাতিতার পরিবার। সূত্রের খবর, তদন্তে নেমে এ ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে তদন্তকারীদের হাতে। আর সেকারণেই সন্দীপের উপর সাঁড়াশি চাপ বাড়াচ্ছে সিবিআই।
সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে বৃহস্পতিবার হাজিরা দেননি অধ্যক্ষ। পরিবর্তে পুলিশি নিরাপত্তা চেয়ে শুক্রবার তিনি আদালতের দ্বারস্থ হয়েছিলেন। এরপরই রাস্তা থেকে অধ্যক্ষকে তুলে শুক্রবার দুপুরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যান তদন্তকারীরা।