রবিবারে ছুটির শহরে প্রতিবাদের বেনজির কলরব

0
1

রবিবারে ছুটির শহরে প্রতিবাদের বেনজির কলরব। বিশ্রাম বা বিরতি নয়, রাজপথ থেকে ফের উঠল বিচারের দাবি। আজ রণক্ষেত্র বাইপাস, কাদাপাড়ায় পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ। যুবভারতীর সামনে জমায়েত হঠাতে পুলিশের লাঠিচার্জ। ডার্বি ভেস্তে গেলেও যুবভারতীর সামনে আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ। আর জি কর কাণ্ডে বিচার চেয়ে পথে ময়দানের তিন প্রধানের সমর্থকরা।

তৃণমূল যুব কংগ্রেসের ১৬ নম্বর ওয়ার্ডের সভাপতি শুভ্রজিৎ হাজরার নেতৃত্বে প্রতিবাদে সামিল হলেন সাধারণ মানুষ। রীতিমতো মোমবাতি জ্বালিয়ে তারা প্রতিবাদের পাশাপাশি মৃত চিকিৎসকের প্রতি শ্রদ্ধা জানালেন। তাদেরও একটাই দাবি যারা প্রকৃত দোষী, তাদের শাস্তি হোক।