লরির সঙ্গে গাড়ির ধাক্কা! মালদহে মৃত ৫, গুরুতর জখম ২

0
2

ভয়াবহ পথ দুর্ঘটনা মালদহে (Maldah)। শনিবার ইংরেজবাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে পথদুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ জন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও ২। পুলিশ সূত্রের খবর, মৃত এবং আহতদের সকলের বাড়ি আলিপুরদুয়ারে। তবে তাঁরা ঠিক কী কারণে মালদহে এসেছিলেন তা এখনও স্পষ্ট নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চার চাকার একটি গাড়ি কালিয়াচক থেকে মালদহের দিকে আসছিল। গাড়িতে ছিলেন সাত জন যাত্রী। শনিবার রাতে ইংরেজবাজার থানার গৌড়বঙ্গ স্টেশন সংলগ্ন জাতীয় সড়কে আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা একটি লরিকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুর্ঘটনার তীব্রতায় চারচাকা গাড়ির সামনের অংশটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই পাঁচ জনের মৃত্যু হয়।

এদিকে সঙ্কটজনক অবস্থায় অন্য দু’জনকে উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। তবে কীভাবে দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।