আর জি করের ধর্ষণ খুনের ঘটনার পরে গোটা দেশে ধর্ষণের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে সোচ্চার হয়েছে গোটা দেশ। ফলে প্রকাশ্যে আসতে শুরু করেছে নজরে না পড়া আরও এরকম ঘটনা। বিজেপি শাসিত রাজ্যগুলিতে মহিলাদের দুরবস্থা প্রকাশ্যে আসা শুরু হয়েছে। মধ্যপ্রদেশ থেকে প্রকাশ্যে এসেছে ৬৯ বছরের বৃদ্ধের হাতে নাবালিকার ধর্ষণের ঘটনা।


মধ্যপ্রদেশের শাহদোল জেলার বেওহারি থানা এলাকায় এক নাবালিকার বাড়িতে একা থাকার সুযোগ নিয়ে ঘরে আসে ৬৯ বছরের ওই বৃদ্ধ। ধর্ষণের ঘটনা কতটা মানসিক বিকৃতির উদাহরণ মধ্যপ্রদেশের এই ঘটনায় আরও একবার প্রমাণ মেলে তার। পরের দিনই পরিবার থানায় অভিযোগ দায়ের করে।

১৪ বছরের নাবালিকার ধর্ষণের ঘটনায় পুলিশ পকসো ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে। গ্রেফতার হয় ওই বৃদ্ধ।










































































































































