সিপির গ্রেফতারির দাবির বিরোধিতা! R G Kar কাণ্ডে পুলিশের ভূমিকার প্রশংসা কুণালের 

0
2

‘আমিও আরজি কর কাণ্ডের বিচার চাই। কিন্তু সিপি-কে গ্রেফতারি দাবির তীব্র বিরোধিতা করছি’। তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়ের (Sukhendu Sekhar Roy) মন্তব্যের জল্পনা উড়িয়ে সাফ জানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। শনিবার রাতে এক্স হ্যান্ডেলে একটি পোস্টে আর জি কর কাণ্ডে কলকাতার পুলিশ কমিশনারের গ্রেফতারি দাবি করেছেন। কিন্তু সাংসদ সুখেন্দু শেখর রায়ের মন্তব্যের সমালোচনা করে কলকাতার পুলিশ কমিশনারের ভূমিকার কথা মনে করিয়ে কুণাল বলেন, ‘আমিও আরজি কর কাণ্ডের বিচার চাই। কিন্তু সিপি-কে গ্রেফতারি দাবির তীব্র বিরোধিতা করছি।

কুণাল এদিন এক্স হ্যান্ডেলের পাশাপাশি এক ভিডিওবার্তায় সাফ জানান, ‘খবর পাওয়ার পর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। ব্যক্তিগতভাবে সিপি সদর্থক তদন্ত করেছেন। আমার সিনিয়র নেতার থেকে এই ধরনের পোস্ট দুর্ভাগ্যজনক।’ এদিকে সূত্রের খবর, ঘনিষ্ঠ মহলে সুখেন্দুশেখর রায় জানিয়েছেন তিনি নিজের বক্তব্যে অনড়।

তৃণমূলের প্রবীণ সাংসদ শনিবার রাতে এক্স হ্যান্ডেলে লেখেন, আর জি করের ঘটনায় কলকাতা পুলিশ কমিশনারকেও যেন গ্রেফতার করে সিবিআই। তিনি লিখেছিলেন, সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক সিবিআই। কারা আত্মহত্যার কথা রটিয়েছিল, কেন ৩দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে, ২জনকে গ্রেফতার করে জেরা করুক সিবিআই।’

কুণাল ঘোষ বলেন, ‘আমি ওর পোস্ট দেখেছি। আমি ওর দাবি দেখেছি, গ্রেফতার করে জেরা করা। আমি এই দাবির তীব্র বিরোধিতা করছি। ব্যক্তিগতভাবে নগরপালকে টার্গেট করে কী লাভ হচ্ছে? নগরপাল ব্যক্তিগত চেষ্টা করেছেন।’