‘হাজার সোনার পদক পেয়েছি আমি’, দেশে ফিরে জানান বিনেশ

0
4

শনিবারই প্যারিস থেকে দেশে ফিরেছেন ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাট। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ফাইনালে উঠেও, ১০০ গ্রাম ওজন বেশি থাকায় বাতিল হতে হয় বিনেশকে। যা নিয়ে আলোড়ন পড়ে যায়। যার ফলে আর পদক জয় হয়নি বিনেশের। তবে গতকাল দেশে ফিরে বিনেশ জানান , দেশে ফিরে হাজার সোনার পদক পেয়েছেন তিনি। গতকাল বিনেশকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন বহু অনুরাগী।

এই নিয়ে বিনেশ বলেন, “ ওরা আমাকে সোনার পদক দেয়নি। তাতে কী হয়েছে? আমাকে যে ভাবে সম্মান জানানো হয়েছে তা সোনার থেকে কম নয়। যে সম্মান ও ভালবাসা আমি পেয়েছি তা হাজার সোনার পদকের সমান। ”

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভারতীয় মহিলা কুস্তিগির বিনেশ ফোগাট। কিন্তু ফাইনালে নামার আগে ১০০ গ্রাম ওজন বেশি ছিল তাঁর। সেই কারণে বাতিল করা হয় বিনেশকে। আন্তর্জাতিক ক্রীড়া আদালতে রুপোর দাবিতে মামলা করেছিলেন তিনি। কিন্তু তাতেও লাভ হয়নি। রুপো দেওয়া হয়নি বিনেশকে।

আরও পড়ুন- Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস