আর জি কর কাণ্ডে দোষীদের ফাঁসি চেয়ে সোমবার স্টুডিও পাড়ায় রাখিবন্ধন

0
1

আরজি কর কাণ্ডে দোষীদের ফাঁসির দাবিতে আগামিকাল অর্থাৎ সোমবার পালিত হবে রাখিবন্ধন উৎসব। শহরের প্রতিটি স্টুডিওতে এই রাখিবন্ধন উৎসব পালন করবে ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান্স অ‌্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়া।

ফেডারেশন অফ সিনে টেকনিসিয়ান্স অ‌্যান্ড ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার পক্ষ থেকে সংস্থার সাধারণ সম্পাদক অভিজিৎ ঘোষ জানিয়েছেন, ফেডারেশনের পক্ষ থেকে ৬১ জন সদস‌্য সকাল ১১টায় বিভিন্ন স্টুডিওর ফ্লোরে উপস্থিত হয়ে সারাদিন ব‌্যাপী রাখিবন্ধন উৎসব পালন করবেন। এই উদ্যোগে শামিল হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ‌্যাসোসিয়েশন, ওয়েস্ট বেঙ্গল মোশন পিকচার্স আর্টিস্ট ফোরাম, টলিউডের সঙ্গে যুক্ত সমস্ত অভিনেতা ও কলাকুশলীরা।

আরও পড়ুন- রবিবারে ছুটির শহরে প্রতিবাদের বেনজির কলরব