আগামি বছর বসতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসতে চলেছে পাকিস্তানে। এরই মধ্যে সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে না যাওয়ার কথা নাকি জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। জানা যাচ্ছে, এশিয়া কাপের মতন অন্য জায়গায় ম্যাচের আয়োজনের কথা জানায় বিসিসিআই। আর এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে নিজেদের অবস্থান জানালেন বিসিসিআই সচিব জয় শাহ।

এদিন তিনি বলেন, “ এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। কোনও নির্দিষ্ট অবস্থানও নেওয়া হয়নি। সময় এবং পরিস্থিতি তৈরি হলে আমরা অবশ্যই দল পাঠানোর কথা ভাবব।” আর সূত্রের খবর, ভারতীয় বোর্ডের এই অবস্থান উদ্বেগ বৃদ্ধি করছে পিসিবি কর্তাদের। জানা যাচ্ছে, আইসিসির কোনও প্রতিযোগিতায় ভারতীয় দল না থাকলে সমস্যায় পড়তে পারেন আয়োজকেরা। এমনকি সমস্যা হতে পারে আইসিসিরও। কারণ আইসিসির বিভিন্ন প্রতিযোগিতা এবং আইসিসিরও অধিকাংশ স্পনসর ভারতীয়। সে ক্ষেত্রে আর্থিক ক্ষতির সম্ভাবনা থাকছে। আর এখানে সেটাই ভাবাচ্ছে আইসিসি এবং পিসিবি কর্তাদের।
বেশ কয়েক বছর ধরেই, রাজনৈতিক কারণে ভারত এবং পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ। ২০২৩ সালে এশিয়া কাপ খেলতেও পাকিস্তানে টিম ইন্ডিয়াকে পাঠায়নি বিসিসিআই। যদিও একদিনের বিশ্বকাপের সময় বাবর আজ়মদের ভারতে পাঠিয়েছিলেন পিসিবি কর্তারা।
আরও পড়ুন- রবিতে বাতিল ডুরান্ড কাপের ডার্বি: ভুলবার্তা এড়াতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি কুণালের




 
 
 
 




































































































































