সিজিওতে সন্দীপকে জিজ্ঞাসাবাদের মাঝেই আরজি করে CBI! 

0
3

আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital)চিকিৎসক তরুণীর মৃত্যুর রাতে কোথায় ছিলেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ(Sandip Ghosh)? কীভাবে খবর পান তিনি? কে তাঁকে ডাক্তারি পড়ুয়ার মৃত্যুর খবর দিয়েছিলেন? খবর পাবার পর প্রথম কোন পদক্ষেপ করেছিলেন তিনি? সেমিনার রুমের পাশে হঠাৎ করে সংস্কার কাজের প্রয়োজন হলো কেন? কার নির্দেশে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন? ধৃত সিভিক ভলেন্টিয়ার এর সঙ্গে তাঁর কতদিনের পরিচয়? – সিবিআইয়ের একগুচ্ছ প্রশ্নের মুখে সন্দীপ। শুক্রবার রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদের পর শনিবার সকালে ফের কেন্দ্রীয় এজেন্সির দফতরে হাজির আর জি করের প্রাক্তন অধ্যক্ষ। দশটায় সিজিও কমপ্লেক্সের (CGO Complex) পিছনের গেট দিয়ে প্রবেশ করেন তিনি। সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে জানান, তাঁর গ্রেফতারি নিয়ে যেন গুজব না ছড়ানো হয়।

শনিবার সিজিও কমপ্লেক্সের বেশ কিছু নথি নিয়ে প্রবেশ করতে দেখা যায় সন্দীপ ঘোষকে। ধৃত সঞ্জয়ের সঙ্গে মুখোমুখি বেশ বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে কিনা এখনও স্পষ্ট নয়। তবে সিবিআই (CBI)সূত্রে পাওয়া খবর অনুযায়ী হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ এখনও পর্যন্ত তদন্ত সহযোগিতা করেছেন। এদিন জিজ্ঞাসাবাদ চলাকালীন হঠাৎ করে সিবিআই কর্তারা ফের হাজির হন আর জি কর হাসপাতালে। তাঁরা সেমিনার রুমে তথ্য প্রমাণ সংগ্রহের পাশাপাশি ডিজিটাল ডেটা সংরক্ষণ করতে থ্রিডি স্ক্যানার নিয়ে প্রবেশ করতে দেখা যায় তাঁদের।