আর জি কর হামলায় গ্রেফতারের সংখ্যা বেড়ে ৩০, জারি পুলিশি তল্লাশি

0
1

গত ১৪ আগাস্ট মেয়েদের রাত দখলের রাতে আর জি কর হাসপাতালের (RG Kar Hospital) ব্যাপক তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী।ইমার্জেন্সি বিল্ডিংয়ে ভাঙচুর ও তাণ্ডবের ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতারের সংখ্যা বেড়ে হয়েছে ৩০। ওই রাতে ৪০ থেকে ৪৫ মিনিট তাণ্ডব চলে।

দুষ্কৃতীরা রেয়াত করেনি আর জি করে (RG Kar Hospital) চিকিত্সাধীন দুধের শিশুকেও। ২১ দিনের বাচ্চার নাক থেকে অক্সিজেনের নল খুলে দেওয়া হয়। সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজ থেকে দুষ্কৃতীদের স্পট করে একে একে তাদের গ্রেফতার করছে। বাকি অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি জারি থাকবে।

অন্যদিকে, প্রতিবাদের নামে সোশ্যাল মিডিয়ায় নোংরা খেলায় মেতেছে একশ্রেণীর লোক। ফেক, ভিডিও, অডিও, ছবি পোস্ট করে উস্কানি দিচ্ছে। মনগড়া গল্প বানিয়ে তদন্তকে প্রভাবিত করার চেষ্টা করছে। তদন্তকে বিলম্বিত করছে। কলকাতা হাইকোর্ট স্পট জানিয়ে দিয়েছে, নির্যাতিতা বা তাঁর পরিবারের কারও ছবি, পরিচয় প্রকাশ্যে আনা যায় না। এটা বেআইনি। তারপরও আদালতকে বুড়ো আঙুল দেখিয়ে আর জি করের নির্যাতিতার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে।

আরও পড়ুন: আর জি করে তাণ্ডবে ২১ দিনের দুধের শিশুর অক্সিজেন নল খুলে দিয়েছিল দুষ্কৃতীরা