আর জি করে (RG Kar Hospital) তরুণী চিকিৎসক-পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায় ঘটনার রাতে যৌনপল্লিতে গিয়েছিলেন, এমনটাই জানতে পেরেছেন তদন্তকারীরা। যৌনপল্লী থেকে ফিরে আর জি করে ঢোকে সে। তার পরেই চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনা ঘটে। অভিযুক্তের গতিবিধি যাচাই করে দেখছেন সিবিআই গোয়েন্দারা।


সিবিআই সূত্রে খবর, রাতে হাসপাতাল (RG Kar Hospital) থেকে বেরিয়ে যৌনপল্লিতে গিয়েছিলেন অভিযুক্ত। তার সঙ্গে এক বন্ধুও ছিল। তবে যৌনপল্লিতে গিয়ে অভিযুক্ত কেবল মদ খেয়েছিলেন বলেই দাবি করেছেন তদন্তকারীদের কাছে। সেখান থেকে আবার আর জি করে ফেরে সে। সঙ্গে থাকা বন্ধুও খুনের সময় ছিল কিনা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

কলকাতা পুলিশ সূত্রে সঞ্জয়ের গ্রেফতারির পরই জানা গিয়েছিল, ঘটনার দিন রাত ১১টা নাগাদ আর জি করের সিসিটিভিতে অভিযুক্তকে দেখা যায়। তখন সে হাসপাতালে ঢুকেছিল। কিছু ক্ষণের মধ্যেই আবার বেরিয়ে যায়। বাইরে কোথাও গিয়ে সে মদ খেয়েছিল বলে জানতে পারেন তদন্তকারীরা। গভীর রাতে আবার হাসপাতালে ফেরে। জরুরি বিভাগের চার তলার সেমিনার হলের কাছে সিসি ক্যামেরায় তাকে দেখা যায় ভোর ৪টে নাগাদ। ৩০ থেকে ৩৫ মিনিট পর সেখান থেকে আবার বেরিয়ে যায় সঞ্জয়।

আরও পড়ুন:“মমতাদি কাউকে আড়াল করেননি, এটা টার্গেট করে চক্রান্ত“








































































































































