রঘুনাথগঞ্জে ফার্মেসি পড়ুয়ার রহস্যমৃত্যু, হোস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

0
2

আর জি কর কান্ডের জেরে যখন রাজ্য তথা দেশ তোলপাড়, ঠিক তার মাঝেই শনিবার রঘুনাথগঞ্জের (Raghunathganj ) হোস্টেল থেকে ফার্মাসি পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। মৃতের নাম তৌহিদ করিম (Touhid Karim), বয়স ১৯ বছর।

মালদহের ইংরেজবাজার এলাকার বাসিন্দা তৌহিদের রঘুনাথগঞ্জের এক হোস্টেলে থাকতো। বাড়ির লোকেরা বলছেন গত ১৩ তারিখের পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। মৃতের বাবার অভিযোগ পড়ুয়াকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে পুলিশের কোনও প্রতিক্রিয়া মেলেনি।