গতকালই প্রকাশিত হয়েছিল মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্ব। এএফসি কাপে কঠিন গ্রুপে মোহনবাগান। গ্রুপ-এ তে সবুজ-মেরুন। আর গ্রুপ-এ-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে আল ওয়াকরাহ এসসি, ট্যাক্টর এফসি এবং এফসি রাভশান। এদিন প্রকাশিত হল সূচি। ১৮ সেপ্টেম্বর থেকে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-র অভিযান শুরু করবে সবুজ-মেরুন।

এসিএল ২-এর যে সূচি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে, ১৮ সেপ্টেম্বর যুবভারতীতে প্রথম ম্যাচে মোহনবাগানের সামনে এফসি রাভশান। ২ অক্টোবর বাগানের সামনে ট্যাক্টর এফসি। ২৩ অক্টোবর সবুজ-মেরুনের সামনে আল ওয়াকরাহ এসসি।
এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এ রয়েছে ৩২টি ক্লাব, যাদের আটটি গ্রুপে বিভক্ত করা হয়েছে। চারটি পশ্চিমাঞ্চল ও চারটি পূর্বাঞ্চল থেকে। প্রতিটি গ্রুপে চারটি দল রয়েছে। প্রতিটি গ্রুপের শীর্ষস্থানীয় দুই দল আগামী বছর ফেব্রুয়ারিতে ১৬ দলের রাউন্ডে উঠবে। এর পরে মার্চে কোয়ার্টার ফাইনাল এবং এপ্রিলে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ১৭ মে।
একনজরে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বের সূচি –
১৮ সেপ্টেম্বর: মোহনবাগান বনাম এফসি রাভশান (যুবভারতী ক্রীড়াঙ্গন, সন্ধ্যা ৭.৩০)।
২ অক্টোবর: ট্যাক্টর এফসি বনাম মোহনবাগান (ইয়াদেগর-এ-ইমাম স্টেডিয়াম, তাবরিজ, ৭.৩০)।
২৩ অক্টোবর: মোহনবাগান বনাম আল ওয়াকরাহ এসসি (যুবভারতী ক্রীড়াঙ্গন, ৭.৩০)।
৬ নভেম্বর: আল ওয়াকরাহ এসসি বনাম মোহনবাগান (আল জানিউব স্টেডিয়াম, আল ওয়াকরাহ, ৭.০০)
২৭ নভেম্বর: এফসি রাভশান বনাম মোহনবাগান (পরে ঘোষণা হবে)।
৪ ডিসেম্বর: মোহনবাগান বনাম ট্যাক্টর এফসি (যুবভারতী ক্রীড়াঙ্গন, ৭.০০)।
আরও পড়ুন- বাতিল ডার্বি, নক আউটে কোন অঙ্কে ইস্ট-মোহন, কোয়ার্টার ফাইনালে কোথায় নামবে দুই দল ?










































































































































