১) কয়েকদিন আগেই দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন স্পেনের তারকা তরুণ ফুটবলার লামিন ইয়ামালের বাবা মুনির নাসরাউই। রাস্তায় পোষ্য কুকুরকে নিয়ে ভ্রমণ করার সময় কয়েক জন দুষ্কৃতীর হাতে আক্রান্ত তিনি। তবে মুনির এখন সুস্থ। আর এবার এই নিয়ে মুখ খুললেন মুনির।

২) আগামী অক্টোবরে বসতে চলেছে মহিলা টি-২০ বিশ্বকাপ। ৩ অক্টোবর থেকে শুরু এই প্রতিযোগিতা। বাংলাদেশে বসতে চলেছে এই টুর্নামেন্ট। তবে এরই মধ্যে এল বড় আপডেট। সূত্রের খবর, বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহির কথা ভাবছে আইসিসি। জানা যাচ্ছে, বাংলাদেশের পরিস্থিতি উদ্বেগ বৃদ্ধি করেছে আইসিসির।

৩) ভারতীয় কুস্তিগির বিনেশ ফোগাটের প্রশংসায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিনেশকে চ্যাম্পিয়ন বললেন তিনি। সদ্য শেষ হওয়া ২০২৪ প্যারিস অলিম্পিক্সের মেয়েদের ৫০ কেজি ফ্রিস্টাইল কুস্তির ফাইনালে ওঠেন তিনি। কিন্তু ১০০ গ্রাম ওজন বেশি থাকায় প্রতিযোগিতা থেকে বাতিল করে দেওয়া হয়।
৪) ওজন কমানোর জন্য শেষ পর্যন্ত চেষ্টা করেন বিনেশ ফোগাট। তার এই কসরতে নাকি প্রাণও চলে যেতে পারত বিনেশের। এদিন এমনটাই জানালেন বিনেশের কোচ ওলার আকোস। তিনি জানান ওভাবে চলতে থাকলে ওই রাতেই হয়তো মৃত্যু হত বিনেশের।
আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ
৫) প্রকাশিত মোহনবাগান সুপার জায়ান্টের এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-এর গ্রুপ পর্বের সূচি। এএফসি কাপে কঠিন গ্রুপে মোহনবাগান। গ্রুপ-এ তে সবুজ-মেরুন। আর গ্রুপ-এ-তে মোহনবাগানের সঙ্গে রয়েছে আল ওয়াকরাহ এসসি, ট্যাক্টর এফসি এবং এফসি রাভশান।









































































































































