অভিষেকই তো আগামীতে নেতৃত্ব দেবেন: কেন বললেন ফিরহাদ!

0
3

“অভিষেকই তো আগামী দিনের নেতা। আমাদের তো বয়স হচ্ছে। অভিষেক (Abhisekh) সব সময় সক্রিয় আছে। এই নয় যে মুখ দেখিয়ে সক্রিয় থাকতে হবে।“ তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক সম্পর্কে মন্তব্য রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শনিবার, সাংবাদিক বৈঠকে আর জি কর নিয়ে ফিরহাদ জানান, “আরজি কর নিয়ে দলের মধ্যে কোনো মতভেদ নেই। অভিষেক চোখের সমস্যার জন্য আসেননি। এই নয় যে মুখ দেখিয়ে সক্রিয় থাকতে হবে। অভিষেক তো নেতৃত্ব দেন। চোখের কারণে ওকে সাবধানে থাকতে হচ্ছে। অভিষেকরাই তো আগামী দিনের নেতা। আমার বয়স তো পঁয়ষট্টি। ওরাই তো এখন নেতৃত্ব দেবে।“এদিন আর জি কর প্রসঙ্গে ফিরহাদ বলেন, এই বাংলা রবীন্দ্র ঠাকুরের বংশধর, বিবেকানন্দ বংশধর। যতদিন এই বাংলা থাকবে কলকাতা সংস্কৃতি কৃষ্টি বজায় থাকবে। তিনকন্যার বাবা কলকাতার মেয়র জানান, “আমার মেয়র মৃত্যু হয়েছে এই ব্যথা আমার বুক থেকে মিটবে না।“ তবে ডাক্তারদের কর্মবিরতির পক্ষে নন ফিরহাদ। বলেন, “কিন্তু তার মানে এটা নয়। যে আরও অনেক লোকের মৃত্যু হোক। চিকিৎসকরা ভগবানের রূপ। দয়া করে আপনাদের উপরে যে বিশ্বাস। নিশ্চিত ভাবে যে অন্যায় হয়ে সেটা নিশ্চিত ভাবে অন্যায়। হাসপাতালে ভাঙচুর হয়েছে সেটা ও অন্যায় হয়েছে। কিন্তু তাদের কাছে আহ্বান যে আপনারা কাজে ফিরে আসুন। যেটা অন্যায় হয়েছে সেটা অন্যায় হয়েছে। কিন্তু তার জন্য যারা নিরীহ তাদের কেন শাস্তি দেওয়া হচ্ছে। যে দোষী তার শাস্তি নিয়ে আমি একমত। আইন ব্যবস্থা করে সেটা করবে। কিন্তু বাড়ির লোকে কেন শাস্তি পাবে!“

হাসপাতালে ভাঙচুর নিয়ে কাউকে আড়াল করা হচ্ছে না- স্পষ্ট জানান ফিরহাদ (Firhad Hakim)। বলেন, “দাদার লোক, দিদির লোক নয়। যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে। আইনের হাত অনেক লম্বা। আমরা কেউ অন্যায় করে পার পাব না।“

এরপরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Bandapadhyay) বিষয়ে কলকাতার মেয়র জানান, “আরজি কর নিয়ে দলের মধ্যে কোনো মতভেদ নেই। অভিষেক চোখের সমস্যার জন্য আসেননি। এই নয় যে মুখ দেখিয়ে সক্রিয় থাকতে হবে। অভিষেক তো নেতৃত্ব দেন। চোখের কারণে ওকে সাবধানে থাকতে হচ্ছে। অভিষেকরাই তো আগামী দিনের নেতা। আমার বয়স তো পঁয়ষট্টি। ওরাই তো এখন নেতৃত্ব দেবে।“