জীবনে তিনি যেমন সাফল্য পেয়েছেন, তেমন একটা সময় দেখেছেন ব্যর্থতারও মুখ। পার করেছেন কঠিন সময়ও। সেই সময় নিজেকে সংযত রেখে করেছেন কঠোর অনুশীলন। আর জীবনের সেই অধ্যায়কে কঠিন অধ্যায় বলে মনে করেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়কের মতে, যে সময়টা ভাল যাচ্ছে না, সেই সময় কীভাবে সামলাচ্ছ, সেটা গুরুত্বপূর্ণ। যেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

যেই ভিডিও ভাইরাল , সেখানে দেখা যাচ্ছে বিরাট বলছেন, “ যে সময়টা তোমার ভাল যাচ্ছে না, সেই সময় তুমি কীভাবে সামলাচ্ছ, সেটা গুরুত্বপূর্ণ। একটা সময় আসে যখন কোনও কিছু করতে ইচ্ছা করে না। খেলতে ইচ্ছা করে না, অনুশীলন করতে ইচ্ছা করে না। জিমে যেতে ভাল লাগে না। সেই সময় তুমি কী করছ, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। জীবনে এমন সময় আসবে। সেই সময়টাকে সম্মান জানাতে হবে। কঠিন সময়ের মধ্যেও কাজ করে যেতে হবে। সেটাই আসল খেলা। কারণ সেই সময় ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছে। আমি এভাবেই দেখতে পছন্দ করি। ”
সদ্য টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় দল। ফাইনালে বিরাটের ব্যাটে ভর করেই জয়ের রাস্তায় পৌঁছায় টিম ইন্ডিয়া। তবে সদ্য শেষ হওয়া শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারে রোহিত শর্মা, বিরাট কোহলিরা।
আরও পড়ুন- ‘বোর্ড কখনও রোহিত-বিরাটকে দলীপ ট্রফি খেলতে বলেনি’: জয় শাহ










































































































































