আর জি কর থেকে উত্তরবঙ্গে পাঠানো হল সন্দীপের স্ত্রীকে, রুটিন বদলি দাবি স্বাস্থ্য দফতরের

0
3

আর জি কর (R G Kar) মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে বদলি করে উত্তরবঙ্গে (North Bengal) পাঠিয়ে দেওয়া হল মাইক্রোবায়োলজি (Microbiology ) বিভাগের অ্যাসিট্যান্ট প্রফেসর সঙ্গীতা পালকে (Sangeeta Paul)। শুক্রবার স্বাস্থ্য ভবনের (Health Department) তরফে বিবৃতি জারি করে জানিয়ে দেওয়া হয় আর জি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের স্ত্রী সঙ্গীতাকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এটা রুটিন বদলি ছাড়া কিছুই নয় বলে স্বাস্থ্য ভবন সূত্রে খবর। এদিন এদিন শুধু সন্দীপ ঘোষের স্ত্রীই নন, আরও অনেক শিক্ষক চিকিৎসককেই বদলি করা হয়েছে বলে খবর।

কলকাতা হাইকোর্টের নির্দেশে মঙ্গলবার থেকেই তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবারই প্রাক্তন অধ্যক্ষ-সহ কলেজের তিন আধিকারিককে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হন। এরপর শুক্রবার বিকেলেই আর জি কর থেকে বদলির অর্ডার আসে তাঁর স্ত্রী সঙ্গীতা পালের।