আর জি কর কাণ্ডে মৃতা চিকিৎসকের ছবি ব্যবহারে নিষেধাজ্ঞা কলকাতা হাইকোর্টের

0
1

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসক-পড়ুয়াকে ধর্ষণ করে খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ আগেই দিয়েছেল কলকাতা হাইকোর্ট (Kolkata High Court)। এবার ১৪ অগাস্ট রাত দখলের রাতে হাসপতালে ভাংচুরের ঘটনায় “ক্রাইম সিন”সেমিনার হল সুরক্ষিত রয়েছে কি না, কোনও প্রমাণ লোপাট হয়ে গিয়েছে কি না, তা সিবিআইকে দেখে আসার নির্দেশ দিল হাইকোর্ট। পাশাপাশি, সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতা ও মৃতা চিকিৎসকের ছবি-পরিচয় ভাইরাল হওয়া নিয়েও সুস্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত।

এদিন ছবি ও পরিচয় প্রকাশ্যে এনে সোশ্যাল মিডিয়ায় অতি উৎসাহীরা যে কর্মকাণ্ড করছেন, সেটাও পর্যালোচনায় রেখেছে হাইকোর্ট। বিষয়টি উত্থাপন হতেই উষ্মা প্রকাশ করেন বিচারপতি।

হাইকোর্টে (Kolkata High Court) মামলার সওয়াল জবাবে এক আইনজীবী বলেছিলেন যে নির্যাতিতার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। এটা বন্ধে নির্দেশ দেওয়া হোক। মৃত চিকিৎসকের নাম এবং ছবি প্রকাশ না করার জন্য অনুরোধ করে বিচারপতির মন্তব্য, ”আমরা অনুরোধ করছি মৃতাকে যাঁরা চেনেন তাঁরা তাঁর নাম এবং ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেবেন না। সংবাদমাধ্যমও কোথাও তা প্রকাশিত করতে পারবে না। এটা করা যায় না, এটা করাও যাবে না, এ বিষয়ে নির্দিষ্ট আইন রয়েছে।”

আরও পড়ুন: R G Kar: ভাঙচুরের ঘটনায় ক্ষুব্ধ হাই কোর্ট, রাজ্যের কাছে হলফনামা তলব, ভর্ৎসনা সন্দীপকেও