রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে রূপান্তরকামীদের সঙ্গে অশ্লীল ব্যবহার! অভিযুক্ত আরপিএফ

0
1

অ্যাকাডেমি অফ ফাইন আর্টস থেকে বিক্ষোভ দেখিয়ে ফিরছিলেন তিনজন রূপান্তরকামী। তাদেরকে হেনস্থার অভিযোগ উঠল ৷ কাঠগড়ায় আরপিএফ জওয়ান ৷ বৃহস্পতিবার রাতে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের ঘটনা ।

আরজি কর ইস্যুতে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে বিক্ষোভ প্রদর্শন করেন বেশ কিছু রূপান্তরকামী । এরপর আরজি করে যাওয়ার পথে মেট্রো ধরার সময় তাঁদের তিনজনের সঙ্গে আরপিএফ জওয়ান অশ্লীল ব্যবহার করে বলে অভিযোগ ৷ ঘটনার জেরে রূপান্তরকামীরা ক্ষোভে ফেটে পড়েন । এরপর স্টেশন মাস্টারের ঘরের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা ।

ট্রান্সজেন্ডার অ্যাকটিভিস্ট ও মেম্বার অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সজেন্ডার ডেভেলপমেন্ট বোর্ডের প্রাক্তন সদস্য রঞ্জিতা সিনহা জানান, সিসিটিভি দেখানোর কথা বললেও দেখানো হয়নি ৷ তারা ভবানীপুর পুলিশ স্টেশনে এফআইআর দায়ের করেছেন । তবে পুলিশ এই বিষয়ে কিছু করতে পারবেন না বলে জানিয়েছেন তাঁদের । এরপর ৪ ঘণ্টা ধরে তাঁরা স্টেশনে বিক্ষোভ দেখান । যদিও তাঁরা পরিষেবা ব্যাহত করেননি সাধারণ মানুষের কথা ভেবে।

মেট্রোর তরফে মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “আর পি এফের তরফে তদন্ত শুরু হয়েছে। ওরা যদি থানায় অভিযোগ করে থাকে যা ব্যবস্থা নেওয়ার নেবে।