দেশজুড়ে মহিলাদের উপর অত্যাচার বেড়েই চলেছে। কলকাতায় আরজি কর কাণ্ড নিয়ে যখন তোলপাড় বাংলা, ঠিক তখন উত্তরপ্রদেশে (Uttarpradesh) আইনের ছাত্রীর উপর অ্যাসিড হামলার ঘটনা প্রকাশ্যে এলো। পিলভিটে ১৩ অগস্ট রাতের এই ঘটনায় প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। পুলিশ সূত্রে জানা গেছে মূল অভিযুক্তের নাম অতুল কুমার (Atul Kumar)। ঘটনার রাতে দুই যুবক বাইকে করে এসে আইনি পড়ুয়াকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে পালিয়ে যান। হামলাকারীরা পরিচয় গোপন করতে তাঁরা বোরখা পরে এসেছিলেন বলে স্থানীয়রা জানান। অভিযোগ পাওয়ার পরই সিসিটিভি ফুটেজ দেখে অতুলের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ(UP Police)।
আদালতের কাজ সেরে বাড়ি ফেরার পথে অ্যাসিড অ্যাটাকের শিকার তরুণী। তাঁর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আইনি পড়ুয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরিবারের অভিযোগের ভিত্তিতে সিসিটিভি খতিয়ে দেখে বাইকের নম্বর চিহ্নিত করে অভিযুক্তকে খুঁজতে থাকে পুলিশ। বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে গজরৌলা থানা এলাকায় অতুলকে ধরতে পুলিশের বিশেষ টিম পৌছে যায়। তাঁকে প্রথমে আত্মসমর্পণের কথা বলা হলেও অভিযুক্ত পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পাল্টা গুলি করে পুলিশ। আহত অভিযুক্তকে গ্রেফতার করার পর পুলিশি জেরার মুখে সে জানায় তরুণী তাঁর পূর্ব পরিচিত। এই ঘটনায় আর কে বা কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী অফিসাররা।