জামিনের আবেদন খারিজ! সুপ্রিম নির্দেশে বেকায়দায় কেজরিওয়াল 

0
3
সুপ্রিম কোর্টের (Supreme Court of India) রায়ে বড়সড় ধাক্কা খেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal)। আবগারি মামলায় ফের খারিজ আপ সুপ্রিমোর (AAP Supremo) জামিন (Bail)। বুধবার জামিনের এক আবেদনে শীর্ষ আদালত জানায়, তারা অবিলম্বে অন্তর্বর্তী জামিন দিতে পারে না। তবে এ বিষয়ে মতামত জানতে চেয়ে সিবিআইকে (CBI) নোটিশ দিয়েছে সর্বোচ্চ আদালত। দিল্লির আবগারি মামলায় সিবিআইয়ের গ্রেফতারির পাল্টা জামিনের আবেদন করেছিলেন কেজরিওয়াল। ফলে ফের তিহার জেলেই থাকার মেয়াদ বাড়ল কেজরির।
এদিন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং উজ্জ্বল ভুঁইঞা সিবিআইয়ের কাছে কেজরিওয়ালের আবেদনের পরিপ্রেক্ষিতে জবাব তলব করে। গত ৫ অগাস্ট দিল্লি হাইকোর্ট কেজরিওয়ালের গ্রেফতারিকে সঙ্গত বলে জামিন নাকচ করেছিল। এরপরই সুপ্রিম কোর্টে সেই নির্দেশকে পাল্টা চ্যালেঞ্জ করেন কেজরিওয়াল। আগামী ২৩ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
গত সোমবার আম আদমি পার্টির করা মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট। দিল্লির মুখ্যমন্ত্রীর হয়ে দেশের শীর্ষ আদালতে সওয়াল করেন আইনজীবী অভিষেক সিংভি।