পাঁচ বছর পরে ফের ডেঙ্গির টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু

0
10

প্রায় পাঁচ বছর আগে শেষ হয়েছিল দ্বিতীয় পরীক্ষামূলক প্রয়োগ। এবার ফের শুরু হতে চলেছে ডেঙ্গির প্রতিষেধকের পরীক্ষামূলক প্রয়োগ। মানুষের শরীরে এই প্রতিষেধকের প্রয়োগ সাফল্য পেলে ভারতে ডেঙ্গির টিকা দেওয়া শুরু করার প্রক্রিয়া শুরু করবে কেন্দ্রের সরকার। ‘ডেঙ্গিঅল’ নামে এই টিকা আইসিএমআর ও প্যানাসিয়া বায়োটেকের যৌথ উদ্যোগে বাজারে আসতে চলেছে।

চলতি বছরেও বাংলা তথা উত্তর ভারতের অনেক রাজ্য ডেঙ্গির কবলে পড়েছে। মহামারির আকার ধারণ না করলেও বহু মানুষ হাসপাতালে ভর্তি হতে বাধ্য হয়েছেন। শুধু এবছরই নয়, গত কয়েক বছর ধরেই ডেঙ্গির বাড়বাড়ন্ত দেশের রাজধানী শহরেও দেখা গিয়েছে। তার পরেও কেন্দ্রের সরকার এই টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেনি পাঁচ বছর ধরে। প্রথম ও দ্বিতীয় দফার পরীক্ষামূলক প্রয়োগ ২০১৮-১৯ সালে শেষ হয়ে গিয়েছে। নির্মাতাদের দাবি সেই পরীক্ষা সফল হয়েছিল। তার পরেও পাঁচ বছর ধরে তৃতীয় দফার প্রয়োগ হয়নি।

কেন্দ্রের স্বাস্থ্য দফতর তৃতীয় দফার এই প্রয়োগ দেশের ১৯টি শহর ও ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে করার পরিকল্পনা নিয়েছে। মোটামুটি ১০ হাজার ৩৩৫ জন সুস্থ ব্যক্তির শরীরে ডেঙ্গির টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হবে। প্রায় দুই বছর ধরে এই প্রয়োগ করা হবে। সফল হলে তবে বাজারে আসতে পারবে প্রথম ভারতে তৈরি ডেঙ্গির প্রতিষেধক ‘ডেঙ্গিঅল’।