শহরে আইএমএ’র সর্বভারতীয় নেতৃত্ব, আর জি করে নিহত মহিলা চিকিৎসকের বাড়িতেও যাবেন

0
2

আর জি করে মহিলা চিকিৎসক-পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল গোটা দেশ। এবার আর জি কর কাণ্ডে নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে আজ, বুধবার সকালে দিল্লি থেকে কলকাতায় এলেন কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র (IMA) জাতীয় সভাপতি আর ভি অশোকান এবং সর্বভারতীয় সম্পাদক। শহরে পৌঁছেই তাঁরা বৈঠক করেছেন রাজ্যের আইএমএ অধিকর্তাদের সঙ্গে। এদিন তাঁরা উত্তর ২৪ পরগনার সোদপুরে গিয়েই নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করবেন।

আর জি করের ওই মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সুবিচারের দাবিতে দেশের বিভিন্ন রাজ্যে সরব হয়েছিলেন চিকিৎসকদের একটা বড় অংশ। চিকিৎসকদের জাতীয় স্তরের বহু সংগঠনও ওই ঘটনার নিন্দা করেছিল। এবার দিল্লি থেকে কলকাতায় এলেন কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র (IMA) সর্বভারতীয় নেতৃত্ব ।

সূ্ত্রের খবর, আইএমএ নেতৃত্ব বুধবার নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করার পর ফিরে আসবেন কলকাতায়। যাবেন আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে। সেখানে আন্দোলনকারী চিকিৎসকদের সঙ্গে দেখা করে কথা বলবেন তাঁরা। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাতের ইচ্ছাপ্রকাশ করেছেন তাঁরা।

আরও পড়ুন:আর জি কর-কাণ্ডের তদন্তে শহরে CBI, শারীরিক পরীক্ষার পর ধৃত সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ শুরু