‘মেয়েদের রাত দখল’ কর্মসূচি নিয়ে বাড়তি সতর্ক পুলিশ, জরুরি বৈঠক নবান্নে

0
3

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় তোলপাড় গোটা রাজ্য। তার ওপর নৃশংস অত্যাচার করে ধর্ষণ এবং খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন সবাই। স্বাধীনতা দিবসের আগের রাতে ‘মেয়েদের রাত দখলের’ ডাক দিয়েছেন মহিলা নাগরিকদের একাংশ ৷ সেই কর্মসূচি ঘিরে সতর্ক প্রশাসন। কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করতে নবান্নে জরুরি বৈঠক করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ৷
বুধবার রাতের নিরাপত্তা নিয়ে নবান্নে আয়োজিত জরুরি বৈঠকে রাজীব কুমারের নেতৃত্বে উপস্থিত ছিলেন রাজ্যের প্রত্যেকটি জেলার এসপি, সিপি, আইজি, ডিআইজিরা ৷ জানা গিয়েছে, প্রত্যেকটি জেলায় কমবেশি মহিলাদের মিছিল রয়েছে বুধবার রাতে। তা নিয়ে এসপি, সিপিদের বিশেষভাবে সতর্ক করা হয়েছে।
বাড়তি নজর দিতে বলা হয়েছে আইনশৃঙ্খলার ওপর। প্রত্যেকটি মিছিলে পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে পুলিশকে ৷ পর্যাপ্ত সংখ্যায় রাখতে হবে মহিলা পুলিশ।

একদিকে ‘মেয়েদের রাত দখলের’ কর্মসূচি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাতে স্বাধীনতা দিবস পালন করা হবে বলে। তা নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে পুলিশকে। কোনও উত্তেজনা যাতে না ছাড়ায় সেদিকে নজর রাখতে বলা হয়েছে। এদিন রাতভর পুলিশ থাকবে পর্যাপ্ত সংখ্যায়। জানা গিয়েছে, কোন কোন জেলায় কতগুলি করে মিছিল ও বিক্ষোভ সমাবেশ রয়েছে বুধবার রাতে তা বৈঠকে বিভিন্ন জেলার এসপি, সিপিদের থেকে জানতে চান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার৷