অখিল গিরির পরিবর্তে রাজ্যের নতুন কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা

0
3

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কারামন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন রামনগরের বিধায়ক অখিল গিরি। এবার তাঁর জায়গায় কারামন্ত্রীর দায়িত্বে এলেন চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha)। এর আগে তিনি সামলাচ্ছিলেন ক্ষুদ্র- কুটির এবং বস্ত্র শিল্প দফতর। এ বার যোগ হল কারা দফতর।

সম্প্রতি, পূর্ব মেদিনীপুরের তাজপুরে গিয়ে বনদফতরের এক মহিলা আধিকারিককে হুমকি দেন অখিল গিরি। যা নিয়ে দলের ভিতরে বাইরে প্রবল সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল অখিল গিরিকে। বিতর্কে জল ঢালতে তৃণমুলের তরফে অখিলকে ক্ষমা চাওয়ার নির্দেশ দেওয়া হয়, অন্যথায় মন্ত্রিত্ব থেকে ইস্তফা দেওয়ার কথা বলা হয়। অবশেষে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন অখিল গিরি।

অন্যদিকে, অখিলের ইস্তফার পর থেকে করামন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব কার হাতে যাবে তা নিয়ে বেশ কয়েকদিন ধরে জল্পনা চলছিল। সেই জল্পনার অবসান। নতুন কারামন্ত্রী হচ্ছেন চন্দ্রনাথ সিনহা (Chandranath Sinha), জানিয়ে দিল নবান্ন।

আরও পড়ুন:বিচার চাই: R G Kar-কাণ্ডে গর্জে উঠলেন প্রসেনজিৎ-দেব, স্থগিত ‘খাদান’-‘বহুরূপী’-র টিজার লঞ্চ