আর জি কর কাণ্ডের তদন্তে শহরে সিবিআইয়ের টিম, ধৃতকে হেফাজত নেওয়ার তৎপরতা

0
2

আর জি কর কাণ্ডের তদন্তভার পেয়েই অ্যাকশনে সিবিআই (CBI)। আজ, বুধবার সাত সকালে দিল্লি থেকে শহরে পা রেখেই নিজাম প্যালেসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ওই বিশেষ টিম। শুধু গোয়েন্দারা নয়, কলকাতায় এসে পৌঁছেছে সিবিআইয়ের মেডিক্যাল ও ফরেনসিক টিমও। আর জি কর হাসপাতালে গিয়ে ঘটনাস্থলে ঘুরে দেখবেন তাঁরা।

সিবিআই (CBI) সূত্রে খবর, এই মামলায় এখনও পর্যন্ত কলকাতা পুলিশের হাতে ধৃত একমাত্র ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে বুধবারই নিজেদের হেফাজতে নিতে পারে তারা। তার জন্য সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন করবে তারা।

গতকাল, মঙ্গলবার কলকাতা হাইকোর্টের নির্দেশে আর জি কর মামলার তদন্তভার পুলিশের হাত থেকে সিবিআইয়ের কাছে গিয়েছে। ওই দিন সন্ধ্যায় সিবিআইয়ের একটি দল টালা থানায় যায়। সেখান থেকে আর জি কর মামলা সংক্রান্ত যাবতীয় নথি সংগ্রহ করে। তার পর একটি এফআইআর দায়েরও করে তারা। সিবিআই সূত্রে খবর ছিল, এই ঘটনার তদন্তে দিল্লি থেকে তদন্তকারী অফিসারেরা আসবেন। বুধবার সকালেই তাঁরা এসে পৌঁছন কলকাতায়।

হাইকোর্টের রায়ের পর কলকাতা পুলিসের কাছ থেকে কেস ডায়েরি সংগ্রহ করে সিবিআই। এফআইআর কপিও পাঠিয়ে দেওয়া হয় দিল্লিতে। সেই এফআইআর-এর ভিত্তিতে আরজি কর কাণ্ডে দিল্লিতে সিবিআই খুন ও ধর্ষণের মামলা দায়ের করেছে বলে খবর।

আরও পড়ুন: একজোট হয়ে প্রতিরোধের অঙ্গীকার! বুধবারের ‘প্রতিবাদে’ যোগ দেওয়ার ঘোষণা সুখেন্দুশেখর রায়ের