দায়িত্ব নেওয়ার পরই কোমর বেঁধে কাজে নেমে পড়লেন
আর জি কর মেডিক্যাল কলেজের (R G Kar Hospital) নতুন অধ্যক্ষ সুহৃতা পাল। হাসপতালের নিরাপত্তা জোরদার করতে গঠন করলেন একটি বিশেষ বাহিনী। যে বাহিনী তিনি গঠন করেছেন, তার সদস্য হিসাবে পুলিশ থেকে শুরু করে পূর্ত বিভাগ এবং হাসপাতালের প্রতিনিধিও থাকবেন। এই বাহিনীই হাসপাতালের আনাচে কানাচে ঘুরে দেখে সিদ্ধান্ত নেবে নিরাপত্তা বৃদ্ধির জন্য কী কী পদক্ষেপ করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষ। পুলিশের প্রতিনিধি হিসাবে বাহিনীতে যিনি থাকবেন, তিনি সিদ্ধান্ত নেবেন হাসপাতালের কোন কোন জায়গায় সিসি ক্যামেরা বসানো জরুরি, সে বিষয়ে।


এদিকে নিরাপত্তার জন্য আর জি কর হাসপালকে (R G Kar Hospital) ইতিমধ্যেই ৫ লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। এ ছাড়াও রাজ্যের অন্যান্য মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের জন্যও ৫ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

উল্লেখ্য, আর জি করের আন্দোলনরত চিকিৎসকদের ছ’দফা দাবির একটি ছিল, পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ, মঙ্গলবারই আর জি করের নতুন অধ্যক্ষ হিসাবে দায়িত্ব নিয়েছেন সুহৃতা পাল। তার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নিরাপত্তা বৃদ্ধির এই সিদ্ধান্ত নেন তিনি ।

আরও পড়ুন:আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করলেই তলব করবে পুলিশ








































































































































