মঙ্গলের সকালে ঘর্মাক্ত দক্ষিণবঙ্গ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এতটাই বেশি যে আর্দ্রতা জনিত অস্বস্তি বাড়ছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)বলছে আজ থেকে ‘ওয়াইড স্প্রেইড রেইন’-এর পূর্বাভাস। সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা বৃষ্টির (Rain ) সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস বলছে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টি হবে না।দার্জিলিং-সহ উত্তরবঙ্গের সব জেলায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মালদহ এবং দুই দিনাজপুরে বৃষ্টি বাড়বে।মঙ্গলবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৭ থেকে ৯১ শতাংশ। হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে।










































































































































