স্বাধীনতা দিবসের আগে দেশে হা.মলার ছক! বাড়ল নি.রাপত্তা

0
3

জম্মু-কাশ্মীরে টানা কয়েকমাস ধরে হামলা চালাচ্ছে জঙ্গিরা। স্বাধীনতা দিবসকে লক্ষ্য করে দেশের বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলার ছক কষেছে জঙ্গিরা। এমনটাই দাবি গোয়েন্দাদের রিপোর্টে। গোয়েন্দা বিভাগের রিপোর্টের ভিত্তিতে ইতিমধ্যেই উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দেশের ভিভিআইপিদের টার্গেট করার পরিকল্পনা করছে জঙ্গিরা। পাশাপাশি ভিড় রয়েছে এমন জায়গাই মূলত টার্গেট জঙ্গিদের।

ভারতে হামলা চালাতে বহু জঙ্গি সংগঠনকে মদত দিচ্ছে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই। হামলার জন্য বিরাট অঙ্কের আর্থিক সাহায্য করা হয়েছে লস্কর ই তৈবা, টিআরএফ ও জইশ ই মহম্মদকে, এমনই জানা গিয়েছে গোয়েন্দা সূত্রে। গোয়েন্দাদের দাবি, এই সময়ে বহু সশস্ত্র জঙ্গি ভারতে লুকিয়ে রয়েছে। গোয়েন্দা রিপোর্ট প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে।

দিল্লির পাশাপাশি জম্মু-কাশ্মীরে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। জানা যাচ্ছে, ড্রোনের মাধ্যমে পুঞ্চ ও জম্মুতে অনেক পরিমাণে অস্ত্র পাঠিয়েছে আইএসআই। পাশাপাশি বিভিন্ন আন্ডারওয়ার্ল্ডের মাধ্যমে টাকা পাঠানো হয়েছে।