পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সমবায় সমিতির ভোটে বিপুল জয় তৃণমূলের

0
3

শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC) জয়ের ধারা অব্যাহত। লোকসভা ভোটে পূর্ব মেদিনীপুরে তৃণমূলের ফলাফল আশানারূপ না হলেও একের পর এক সমবায় নির্বাচনে ঘাসফুলের দাপট অব্যাহত।

এবার পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সমবায় সমিতির ভোটে সব আসনেই জয়ী হল তৃণমূল কংগ্রেস (TMC)। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের হাঁসচড়ার ঘটনা। সেখানকার উত্তর-পূর্ব ব্রজলালচক মিলনী সমবায় সমিতির ভোট ছিল আজ, রবিবার। ফলাফলে দেখা গিয়েছে সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল।

সূত্রের খবর, ভোটের ফল প্রকাশের পরেই সেখানে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে অশান্তি শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, ওই এলাকার স্থানীয় গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। লোকসভা ভোটে ওই পঞ্চায়েতে বিজেপি এগিয়ে ছিল ৭১৯ ভোটে। কিন্তু সেই পঞ্চায়েতেরই সমবায় ভোটে খাতা খুলতে পারল না গেরুয়া শিবির।

আরও পড়ুন: অখণ্ড বাংলার বার্তা দিতে এবার স্বাধীনতা দিবসে রেড রোডে পা মেলাবে পাহাড় থেকে সাগর