আগামী ২১ অগাস্ট ইউজিসি-নেট রি-টেস্ট স্থগিত রাখার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। ১৮ জুনের পরীক্ষা বাতিল করে ২১ আগস্ট নতুন করে পরীক্ষার নেওয়ার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে মামলা হয় আদালতে। প্রায় দু-মাস আগে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এখন এই বিষয়ে হস্তক্ষেপ করা হলে অনিশ্চয়তা এবং পরীক্ষার ফল নিয়ে বিশৃঙ্খলা দেখা দেওয়ার সম্ভাবনা।তাই ২১ অগাস্টের পরীক্ষা হোক। শিক্ষার্থী মহলে নিশ্চয়তা আসুক। সোমবার এমনই মন্তব্য প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের। নয় লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে চলেছে। সেখানে মাত্র ৪৭ জন মামলাকারী, জানিয়েছে আদালত।
উল্লেখ্য, ১৮ জুন সর্বভারতীয় স্তরে ইউজিসি-নেট পরীক্ষা হয়েছিল। ঠিক তার পরের দিনই পরীক্ষা বাতিল করা হয়। আগামী ২১ অগস্ট ফের ইউজিসি-নেট পরীক্ষার দিন স্থির হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চের পর্যবেক্ষণ, প্রায় দু’মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে। ২১ অগস্ট পুনরায় পরীক্ষা হওয়ার কথা রয়েছে। এমন সময়ে পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলাকে গুরুত্ব দেওয়া হলে, তা অযথা অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা তৈরি হতে পারে। শীর্ষ আদালত আরও জানিয়েছে, ২১ অগস্ট প্রায় ন’লাখ পরীক্ষার্থীর ইউজিসি-নেট পরীক্ষায় বসার কথা রয়েছে। তাই এখন পরীক্ষা বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা যাবে না।জুলাই মাসেও ইউজিসি-নেট পরীক্ষাকে বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে জনস্বার্থ মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। সেই মামলাটিও খারিজ করে দিয়েছিল আদালত।