এবার আরিয়ানের সঙ্গী আব্রাম! দুই ছেলেকে নিয়ে ‘মুফাসা’ রাজত্বে ফিরছেন শাহরুখ

0
2

সোমবারে সকালে বাদশা ভক্তদের জন্য বড় খবর। মাত্র ১১ বছর বয়সেই সিনেপর্দায় নিজের ক্যারিশমা দেখাতে তৈরি শাহরুখ খানের ছোট ছেলে(Abram Khan)। অবাক লাগলেও এটাই সত্যি। ‘দ্য লায়ন কিং’য়ের প্রিক্যুয়েলে ডেবিউ হতে চলেছে আব্রাম খানের। যদিও সবটাই হবে নেপথ্যে। অর্থাৎ ‘মুফাসা’ রাজত্বে শাহরুখ -আরিয়ানের (Shahrukh Khan and Aryaan Khan) সঙ্গে ছোট্ট আব্রামও নিজের কণ্ঠ দিয়েছে। ট্রেলার প্রকাশ্যে আসতেই উৎসাহিত বলিউড সুপারস্টারের ফ্যানেরা।

‘দ্য লায়ন কিং’ ছবিতে বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে শাহরুখ খানের গলা, গল্পকে একটা আলাদা পর্যায়ে নিয়ে গেছিল। কয়েকদিন আগেই সেই ছবির প্রিক্যুয়েল আসার খবর শোনা গেলেও কিং খান এই নিয়ে কোনও মন্তব্য করেননি। আশাহত হয়েছিলেন অনুরাগীরা। তাহলে কি শাহরুখ এবার থাকছেন না? সোমের সকালে সব জল্পনার অবসান, সঙ্গে ‘কাহানি মে টুইস্ট’। চলতি বছরের ২০ ডিসেম্বর বড়দিনের উপহার হিসেবে মুক্তি পাচ্ছে ‘মুফাসা: দ্য লায়ন কিং’। সেখানে খুদে মুফাসার গল্প বলতে বাবা-দাদার মতো কণ্ঠশিল্পী হিসেবে থাকছে আব্রাম। ট্রেলারের হিন্দি ভার্সনে ইতিমধ্যেই শোনা গেছে তার গলা। এক সিনেমায় দুই ছেলেকে নিয়ে শাহরুখের উপস্থিতি ( সকলেই কন্ঠ শিল্পী হিসেবে কাজ করেছেন) এবার সিনেপর্দায় ঝড় তুলবে, বলছেন নির্মাতারা।