আজ, শ্রাবণ মাসের শেষ সোমবার। প্রতিবছরই শ্রাবণ মাসে শিব মন্দিরগুলিতে বছরের অন্যান্য সময়ের চেয়ে ভিড় বেশি থাকে। আর সেটা সোমবার হলে তো কথাই নেই! কিন্তু সেই ভিড় বিপদ ডেকে আনল। ঘটল প্রাণহানির ঘটনা। বিহারের জেহনাবাদ জেলার বাবা সিদ্ধনাথ শিব মন্দিরে রবিবার রাত থেকেই লক্ষ মানুষের সমাগম ঘটে। আর সেই ভিড়ে আচমকা হুড়োহুড়ি থেকে পদপিষ্ট (টি) হয়ে এখনও পর্যন্ত ৭ জন ভক্তের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

জানা গিয়েছে, রবিবার রাত থেকেই পুজো উপলক্ষে মন্দিরে বহু মানুষ জড়ো হয়েছিলেন। সকলেই আগেভাগে মন্দির থেকে বেরোনোর চেষ্টা করছিলেন। অনেকে ভিড়ের ধাক্কায় পড়ে যান। তখনই পদপিষ্ট (Trampled) ঘটনা ঘটে। জেলাশাসক অলংকৃতা পাণ্ডে জানিয়েছেন, আপাতত পরিস্থিতি স্বাভাবিক।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা ভাল ছিল না। মন্দিরের স্বেচ্ছাসেবকরা ভিড় নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন। একসময় ভিড় বেড়ে যাওয়ায় তাঁরা পুণ্যার্থীদের কার্যত তাড়া দেন। লাঠিও চালানো হয় ভিড়ের উপর। তখনই হুড়োহুড়ি পড়ে যায় মন্দির থেকে বেরোনোর জন্য। এখনও পর্যন্ত সাত জনের মৃত্যু নিশ্চিত করেছে প্রশাসন। আহতের সংখ্যা ৩০-এর বেশি বলে মনে করা হচ্ছে।

মৃতদেহগুলি এখনও পুরোপুরি চিহ্নিত করা যায় না। খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে ছুটে যান জেলাশাসক এবং পুলিশ সুপার। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সোমবার সকালে মৃত এবং আহতদের পরিজনেরা মন্দির চত্বরে আসেন। কিন্তু দেহগুলি শনাক্ত করা যায়নি এখনও। সেগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তার পরে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। আহতদের জেহনাবাদ এবং মাখদুমপুরে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন“ভরসা রাখুন”, আর জি কর-কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট কলকাতা পুলিশের








































































































































