আর জি কর-কাণ্ডে পুলিশকে ডেডলাইন বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার, সোদপুরে মৃতার বাবা-মায়ের সঙ্গে দেখা করে একথা জানান মুখ্যমন্ত্রী। আর তাঁর পাশে দাঁড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (Vinit Goyel) আশ্বাস দেন আর কেউ এই ঘটনায় জড়িত থাকলে ৪-৫দিনে গ্রেফতার হবে।বিনীত গোয়েল (Vinit Goyel) জানান, সেই সময় ঘটনাস্থলের কাছাকাছি যাঁরা ছিলেন, তাঁদের একে একে ডাকা হচ্ছে। যদি আর জি করের আন্দোলনকারীদের কারও উপর সন্দেহ থাকে, সে কথা পুলিশকে (Police) জানানোর জন্য ফের অনুরোধ করেন কলকাতার পুলিশ কমিশনার। তিনি বলেন, “আমরা একটি হেল্পলাইন নম্বর চালু করেছি। যদি কারও উপর সন্দেহ থাকে, তা আমাদের জানান। নাম গোপন রেখেও জানাতে পারেন। সশরীরে এসেও জানাতে পারেন।”
পুলিশ কমিশনার বলেন, “যদি আরও কেউ জড়িত থাকেন, আমি নিশ্চিত আগামী চার-পাঁচ দিনের মধ্যে পুলিশ তাঁদের গ্রেফতার করতে পারবে। তার পরও যদি পরিবার সন্তুষ্ট না থাকে, সে ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যা বলেছেন তা-ই হবে।”