১) হল না ফয়সলা। ফের পিছিয়ে গেল বিনেশ ফোগাটের রুপোর পদক পাওয়ার আবেদনের রায়। শনিবার রাতে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে বিনেশ ফোগাটের মামলার রায় ঘোষণা হওয়ার কথা ছিল। কিন্তু সূত্রের খবর, তা পিছিয়ে গিয়েছে। এক সর্বভারতীয় সংবাদ সংস্থা জানিয়েছে, রবিবার রাতে সেই রায় ঘোষণা করা হবে ।

২) সরকারি চাকরি ফেরালেন প্যারিস অলিম্পিক্সে শুটিং-এ ব্রোঞ্জ জয়ী সরবজ্যোত সিং। চলতি অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। সরবজ্যোতকে চাকরি দিতে চেয়েছিল হরিয়ানার সরকার। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সরবজ্যোত। তিনি জানিয়েছেন, এখনই চাকরি নয়, শুটিং-এ মন দিতে চান সরবজ্যোত।
৩) জ্যাভলিন বলে যে প্রতিযোগিতা আছে, তা জানতেনই না ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহওয়াল। নীরজ চোপড়া ২০২১ সালে অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা পাওয়ার পর জ্যাভলিন সম্পর্কে জানতে পারেন সাইনা। এক সাক্ষাৎকারে এমনটাই জানালেন লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী শাটলার।
৪) দেশে ফিরলেন ভারতীয় হকি দল। পিআর শ্রীজেশ , অমিত রুইদাসরা ছাড়া ফিরে এসেছেন হরমনপ্রীত সিংরা। হরমনপ্রীতদের স্বাগত জানাতে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে জনতার ঢল। ভারতীয় দলকে স্বাগত জানাতে ঢাক-ঢোল নিয়ে হাজির ভারতীয় ক্রীড়াপ্রেমীরা। ঢোলের তালে নাচ হরমনপ্রীতদের।

৫) ইন্ডিয়ান সুপার লিগের ২০২৪-২৫ মরশুম শুরু হবে ১৩ সেপ্টেম্বর। ১৩২ দিন পর শুরু আইএসএল-এর নতুন মরশুম। আইএসএলের দলগুলির কাছে প্রস্তুতির জন্য সময় রয়েছে আর এক মাস।
আরও পড়ুন- আজও হল না ফয়সলা, ঝুলে রইল বিনেশের ভাগ্য









































































































































