সরকারি চাকরি ফেরালেন অলিম্পিক্সে পদক জয়ী, মন দিতে চান শুটিং-এ

0
3

সরকারি চাকরি ফেরালেন প্যারিস অলিম্পিক্সে শুটিং-এ ব্রোঞ্জ জয়ী সরবজ্যোত সিং। চলতি অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন তিনি। সরবজ্যোতকে চাকরি দিতে চেয়েছিল হরিয়ানার সরকার। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন সরবজ্যোত। তিনি জানিয়েছেন, এখনই চাকরি নয়, শুটিং-এ মন দিতে চান সরবজ্যোত।

জানা গিয়েছে, হরিয়ানার রাজ্য সরকারের ক্রীড়া দপ্তরের ডেপুটি ডিরেক্টরের পদ দেওয়া হয়েছিল সরবজ্যোতকে। কিন্তু এখনই চাকরি করতে রাজি নন অলিম্পিকে পদকজয়ী শুটার। এদিকে পদক জয়ের পরই সংবর্ধনায় ভাসেন সরবজ্যোত। জানা যাচ্ছে, নিজের গ্রামে বীরের সংবর্ধনা দিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড বিভাগে ব্রোঞ্জ পদক জয় করেন মানু ভাকের এবং স্যারাবজোত সিং। দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দেন ১৬-১০ স্কোরে ।

আরও পড়ুন- ‘নীরজের জন্যই জ্যাভলিনের কথা জানতে পারি’ : সাইনা