আর জি কর হাসপাতালে (RG Kar Medical College and Hospital) ডিউটিরত অবস্থায় চিকিৎসকের খুনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম সঞ্জয় রায় (Sanjay Roy)। পুলিশ সূত্রে জানা যাচ্ছে এই ব্যক্তির হাসপাতালে অবাধ যাতায়াত ছিল। শুক্রবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ। হাসপাতালের সেমিনার হলে ব্র্যান্ডেড হেডফোনের ছেঁড়া অংশ পাওয়া যায়। সেই সূত্র ধরেই এগিয়ে চলে তদন্ত। লালবাজার সূত্রে খবর, হাসপাতালের সিসিটিভি ফুটেজের ভিত্তিতে শুক্রবার রাতেই সঞ্জয়কে আটক করা হয়েছিল। শনিবার সকালে তাঁকে গ্রেফতার করা হল। চিকিৎসক খুনে ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার সকালে আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে গলা টিপে খুনের প্রমাণ মিলেছে। রিপোর্ট অনুযায়ী মৃতার নাক, মুখে জমাট রক্ত, গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন মিলেছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে ১১ জনের একটি কমিটি গঠন করা হয়েছে। হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠ সাফ জানিয়েছেন, যাঁরা এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁদের খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে। তরুণী চিকিৎসকের পরিবারের প্রতি সমাবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে মৃত্যুর ঘটনায় নিরপেক্ষ তদন্তের আশ্বাসও দেন তিনি। শনিবার সকালেও হাসপাতালের জুনিয়র ডাক্তারদের একাংশ কর্মবিরতি জারি রেখেছেন বলে খবর। সকাল থেকে পরিষেবা ব্যাহত হয়েছে বলে জানাচ্ছেন রোগী এবং রোগীর পরিবারের আত্মীয়রা। যদি হাসপাতাল সূত্রে দাবি ইমারজেন্সি বিভাগ সচল রয়েছে।





 
 
 
 




































































































































